The news is by your side.

১৩ কোটি রুপি দিয়ে বাংলো কিনলেন শাহরুখকন্যা সোহানা

0 141

বলিউড অভিনেতা শাহরুখ খানের কন্যা সুহানার প্রথম ছবি ‘দ্য আর্চিস’ মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে। রুপালি পর্দার অভিনেত্রী হিসেবে জীবন শুরুর আগেই বাবা শাহরুখ খানের আলিবাগের ফার্ম হাউসের পাশে দেড় একর জমি কিনলেন সুহানা, যার দাম প্রায় ১২ কোটি ৯১ লাখ রুপি।

মুম্বাইয়ের অদূরে আলিবাগের থাল গ্রামে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দুর্গা খোটের এক আত্মীয়ের জমি ছিল এটি। চলতি মাসে সুহানা খান সম্পত্তিটি রেজিস্ট্রি করেন। মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে তিন ঘণ্টার যাত্রাপথ আলিবাগ।

মুম্বাই শহরের কংক্রিট জঙ্গলের বাইরে বেরিয়ে সবুজ গাছগাছালি আর সামুদ্রিক উপত্যকায় বুকভরা বাতাস নেওয়ার এক মনোরম জায়গা এটি। কয়েক বছর আগে এই সামুদ্রিক উপত্যকায় শাহরুখ খান বাগান, সুইমিংপুলসমেত ২০ হাজার বর্গমিটারের ওপর বাংলো কিনেছিলেন ২৫০ কোটি রুপিতে।

Leave A Reply

Your email address will not be published.