The news is by your side.

১১ বছরে বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা বেড়েছে ৪ গুণ 

0 119

দেশের বৈদেশিক ঋণ বাড়লেও বেড়েছে পরিশোধের সক্ষমতাও। ২০২১ সালে বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে প্রায় ৫.২৯৫ বিলিয়ন ডলার। ১০৫ টাকা প্রতি ডলার মূল্য ধরলে তা দাঁড়ায় ৫৫ হাজার ৫৯৭ কোটি ৫০ লাখ টাকা। আর এর আগের বছর ২০২০ সালে বৈদেশিক ঋণ পরিশোধ করেছিল ৩৯ হাজার ২০৭ কোটি টাকা (৩.৭৩৪ বিলিয়ন ডলার)।

এক বছরের মাথায় বাংলাদেশের ঋণ পরিশোধ বেড়েছে ১৬ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা। ওই সময়ে সরকারি ও বেসরকারি উভয় খাতেই বৈদেশিক ঋণ রেকর্ড বৃদ্ধি পায়। এর প্রভাবে বিদেশিক ঋণ পরিশোধও বাড়ছে দ্রুত। ২০২১ সালে এ ঋণ বৃদ্ধির হার ছিল প্রায় ৪২ শতাংশ। সম্প্রতি বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি ও পরিশোধের চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধ করেছে প্রায় ৫.২৯৫ বিলিয়ন ডলার। এর মধ্যে আসল পরিশোধ করা হয় ৪.২০৭ বিলিয়ন ডলার ও সুদ পরিশোধ করেছে ১.৮৮ বিলিয়ন ডলার। এ ছাড়া এর আগের বছর (২০২০ সালে) বাংলাদেশের বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৩.৭৩৪ বিলিয়ন ডলার। এর মধ্যে আসল পরিশোধ করা হয় ২.৮৭১ বিলিয়ন ডলার ও সুদ পরিশোধ করে শূন্য দশমিক ৮৬৩ বিলিয়ন ডলার।

এর এক দশক আগে অর্থাৎ ২০১০ সালে বাংলাদেশের বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ১.২৪ বিলিয়ন ডলার (১৩ হাজার ২০ কোটি টাকা)। এর মধ্যে আসল পরিশোধ করা হয় শূন্য দশমিক ৮২১ বিলিয়ন ডলার ও সুদ শূন্য দশমিক ২০৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক দশকে ঋণ পরিশোধ বেড়েছে চার গুণ।

তবে ২০১৯ সালে বাংলাদেশ সর্বোচ্চ বৈদেশিক ঋণ পরিশোধ করে। ওই বছর বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৫.৪৮৯ বিলিয়ন ডলার। এর মধ্যে আসল ছিল ৪.৬৮১ বিলিয়ন ডলার ও সুদ শূন্য দশমিক ৮০৮ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংকের ওই প্রতিবেদন বলছে, গত বছর শেষে (২০২১) বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়ায় ৯১.২৪৯ বিলিয়ন ডলার। ২০২০ সালে এর পরিমাণ ছিল ৭৩.৫০৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে বৈদেশিক ঋণের স্থিতি বেড়েছে ১৭.৭৪২ বিলিয়ন ডলার বা ২৪.১৪ শতাংশ। আর ২০১৯ সালে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতি ছিল ৬২.৪২৭ বিলিয়ন ডলার। অন্যদিকে ২০১৮ সালে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতি ছিল ৫৭.০৮৯ বিলিয়ন ডলার ও ২০১৭ সালে ৫১.০৪১ বিলিয়ন ডলার। আর ২০১০ সালে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতি ছিল ২৬.৫৭২ বিলিয়ন ডলার। অর্থাৎ ১১ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে আড়াই গুণ।

২০২১ সাল শেষে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ ছিল ৭০.০৪ বিলিয়ন ডলার ও স্বল্পমেয়াদি ঋণ ১৮.০৮৮ বিলিয়ন ডলার। ২০২০ সালে দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ ছিল ৬০.৪১২ বিলিয়ন ডলার ও স্বল্পমেয়াদি ঋণ ১০.৯৮৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে দীর্ঘমেয়াদি ঋণ বেড়েছে ৯.৬২৮ বিলিয়ন ডলার ও স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৭.১০২ বিলিয়ন ডলার।

Leave A Reply

Your email address will not be published.