The news is by your side.

১০৩ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি পরীমণি

0 120

 

ছেলে রাজ্যকে নিয়ে নিজের একটি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

১০৩ ডিগ্রি জ্বর নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। বিষয়টি জানিয়েছেন নায়িকা নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার (১৩ মে) এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জ্বর ১০৩’। পরবর্তীতে সোমবার (১৫ মে) রাত ৩টার দিকে আবারও বেশ কয়েকটি ছবিসহ পোস্ট দেন। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি মাদার্স ডে, মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর’।

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলোচিত এই নায়িকা। সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে শুক্রবার (১৯ মে)।

Leave A Reply

Your email address will not be published.