আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে আজ সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত দশম দফায় ৪৮ ঘণ্টাব্যাপী বিএনপির সর্বাত্মক অবরোধ চলছে। আলাদাভাবে অনুরূপ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীও।
বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে দশম দফায় এই অবরোধ কর্মসূচি পালন করছে।