The news is by your side.

 ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে’ : ওবায়দুল কাদের

ভালোবাসা দিবসে ওবায়দুল কাদেরের শুভেচ্ছা

0 119

 

ওবায়দুল কাদেরকে সকলেই রাজনীতিবিদ হিসেবে চেনেন। কিন্তু  তাঁর আরো পরিচয় আছে। তিনি ঔপন্যাসিক, শুধু তাই নয় চলচ্চিত্রের গল্পও তিনি লিখেন। ওবায়দুল কাদেরের গাঙচিল উপন্যাস থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘গাঙচিল।’

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ সিনেমায় নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও নায়িকা পূর্ণিমা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন।

আজ বিশ্ব ভালোবাসা দিবসে ওবায়দুল কাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে।’ অনুসারী ও অনুরাগীরাও তাঁকে ফিরতি শুভেচ্ছা জানিয়েছেন।

কণ্ঠশিল্পী এসডি রুবেল লিখেছেন, ‘ভালোবাসার অফুরন্ত রংয়ে বর্ণিল হোক আপনার ভালোবাসা দিবস.দীর্ঘজীবন এবং সুস্থতায় জড়িয়ে থাকুক পৃথিবীর সবচাইতে দামী উপহার মানুষের অকৃত্রিম ভালোবাসা।’

ওবায়দুল কাদের রাজনীতি ছাড়াও বেশ কিছুদিন সাংবাদিকতা করেছেন এবং বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। তিনি দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। তিনি মোট ৯টি গ্রন্থ রচনা করেছেন।

ওবায়দুল কাদের রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো- Bangladesh: A Revolution Betrayed, বাংলাদেশের হৃদয় হতে, তিন সমুদ্রের দেশে, মাটি ও মানুষের কথা, পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু, এই বিজয়ের মুকুট কোথায়, তিন সমুদ্রের দেশে, মেঘে মেঘে অনেক বেলা, রচনা সমগ্র,  কারাগারে লেখা অনুস্মৃতি: যে কথা বলা হয়নি।

 

 

Leave A Reply

Your email address will not be published.