The news is by your side.

হোয়াইট হাউসে বিয়ে হলো বাইডেনের নাতনি নাওমির

0 121

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির বিয়ে হোয়াইট হাউসে হয়েছে। শনিবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে প্রেসিডেন্টের বড় নাতনি নাওমি বাইডেন ও পিটার নিয়ালের বিয়ে সম্পন্ন হয়।

জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ও তার প্রথম স্ত্রীর ক্যাথলিনের মেয়ে নাওমি। নাওমি ও তার স্বামী পিটার নিয়াল দুজনই আইন পেশায় রয়েছেন। ৪ বছর প্রেম করার পর বিয়ে করেছেন তারা।

দুই পরিবারের কাছের মানুষ এবং অল্প কিছু অতিথি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে হোয়াইট হাউসে আরও ১৮টি বিয়ের আয়োজন হয়। ১৯৭১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মেয়ে ট্রিসিয়ার বিয়ে হয় হোয়াইট হাউসে। সবশেষ ২০১৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অফিসিয়াল ফটোগ্রাফার পেট সওউজার বিয়ের আয়োজনও হয়েছিল হোয়াইট হাউসে।

 

Leave A Reply

Your email address will not be published.