The news is by your side.

 ‘হোটেল রিল্যাক্স’-এ পূর্ণিমা !

0 105

 

চিত্রনায়িকা পূর্ণিমা। চলচ্চিত্রের দুর্দান্ত সফল ক্যারিয়ার। মেগাসিরিয়াল বা বিচ্ছিন্নভাবে ছোটপর্দায় যখনই এসেছেন দর্শকদের মুগ্ধ করেছেন। টিভিসিতেও একই রকম সাফল্য এই অভিনেত্রীর।

উপস্থাপনায় যখন পূর্ণিমা কাজ শুরু করলেন তখন অনেকেই ভেবেছিলেন সেলিব্রেটি উপস্থাপকেরা যেমন হঠাৎ এসেই আবার চলে যান তেমনই করবেন তিনি। কিন্তু প্রফেশনাল উপস্থাপকদেরও ছাড়িয়ে গিয়েছেন এই গুণী অভিনেত্রী।

প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মের জন্য ওয়েব সিরিজে কাজ করলেন পূর্ণিমা।  কাজল আরেফিন অমির নতুন সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এর অন্যতম একটি চরিত্রে কাজ করছেন পূর্ণিমা।

কাবিলা হাবু পাশা, বাংলা নাটকপ্রেমীদের কাছে খুবই পরিচয় তিন চরিত্র। গত কয়েকবছর ধরে কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে গ্রাম থেকে শহর সব জায়গাতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চরিত্রগুলো।

রাজধানীতে একদল ব্যাচেলর ছেলেদের দৈনন্দিন জীবনযাপনের গল্প নিয়ে নির্মিত এ নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করেন জিয়াউল হক পলাশ, হাবু চরিত্রে চাষী আলম ও পাশা চরিত্রে মারজুক রাসেল অভিনয় করেন। এবার এই চরিত্রগুলো নিয়ে একই নির্মাতা বানিয়েছেন ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। আর এতে ব্যাচেলর পয়েন্ট অভিনয়শিল্পীদের সঙ্গে যোগ হয়েছে চিত্রনায়িকা পূর্ণিমা। আসন্ন ঈদে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে সিরিজটি।

এদিকে সিরিজের মুক্তির প্রচারণা হিসেবে শুক্রবার সন্ধ্যায় ‘হোটেল রিল্যাক্স’-এর একটি পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে ব্যাচেলর পয়েন্টের পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমার পাশাপাশি পূর্ণিমাকেও দেখা গেছে।

নির্মাতা বলেন, ‘কাজটির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি। পুরোপুরি ফিল্মি এফোর্ড দিয়ে বানিয়েছি। কোনো কম্প্রোমাইজ করিনি। তাই দর্শকদের বোরিং লাগার সুযোগ নেই।’

অমি আরও বলেন, ‘অবশ্যই কাজটি বিনোদনধর্মী। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।’

পূর্ণিমা বলেন,‘আমার কাছে প্লাটফর্মের চেয়েও গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট আর এর প্রডাকশন প্ল্যানিংটা। সেদিক দিয়ে মনে হয়েছে কাজটি আমি করে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি মনে করি দর্শকেরাও উপভোগ করবেন।’

বঙ্গর চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, ‘হোটেল রিল্যাক্স পপুলার জনরায় নির্মিত। অমির আগের কাজ দেখে তার প্রতি আমরা বিশ্বাসী। সে সততা নিয়ে কাজটি করেছে। আমরা মনে করি অমি ও বঙ্গ-এর প্রথম ওয়েব সিরিজ মুক্তির পর সুনাম অর্জন করবে।’

 

Leave A Reply

Your email address will not be published.