The news is by your side.

 ‘হোটেল রিল্যাক্স’ এ নায়িকা পূর্ণিমা!

0 126

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে প্রচার হচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। ঈদে উপলক্ষে ছয় পর্বের তারকাবহুল সিরিজটি ২৪ এপ্রিল মুক্তি পায়। এর পর থেকেই বেশ আলোচনা সৃষ্টি করেছে।

সমাজের কয়েক শ্রেণির মানুষ ঘটনাক্রমে রাজধানীর একটি আবাসিক হোটেলে ওঠে। নানান কিসিমের সেসব মানুষের মধ্যে ঘটতে থাকে মজার মজার ঘটনা।

অ্যাপে মুক্তির দুই দিনের মধ্যে ‘হোটেল রিল্যাক্স’ দেখে দর্শকরা বলছেন, ফান কমেডি ধাঁচের গল্পটি তাদের মজা দিয়েছে।

তিনি বলেন, ‘সাধ্যের চেয়ে বড় কিছু করতে চেয়েছি। টিমের প্রতিটি সদস্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এ কাজটির মাধ্যমে দর্শকদের প্রতিটি দৃশ্যে শতভাগ বিনোদন দিতে চেয়েছি। যেটি স্ক্রিনে দর্শকরা দেখতে পাচ্ছেন। ভালো কাজগুলো দর্শকদের সাপোর্ট পেলে আগামীতে আরো বড় আয়োজনে কনটেন্ট নির্মিত হবে।’

হোটেল রিল্যাক্সের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, পাভেল, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ। এ ছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

Leave A Reply

Your email address will not be published.