The news is by your side.

হেনস্তার শিকার উরফি জাভেদ, যৌনতার প্রস্তাব!

0 237

পুলিশের দ্বারস্থ উরফি

সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব। সাড়া না দেওয়ায় বিকৃত ছবি ভাইরাল করে ইমেজ নষ্ট করার হুমকি। বারবার পুলিশে অভিযোগ জানানো হয়েছে। তবে তা সত্ত্বেও তেমন কোনও সাহায্য পাওয়া যায়নি বলেই অভিযোগ। হেনস্তার শিকার উরফি জাভেদ ।

সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব দেওয়া ওই যুবকের ছবি পোস্ট করেন উরফি। তিনি লেখেন, “প্রায় দু’বছর আগে এক যুবক আমাকে একটি বিকৃত ছবি পাঠায়। বিরক্ত করতে শুরু করে। থানায় অভিযোগ জানাই। ওই ছবিকে হাতিয়ার করেই যুবকটি আমাকে বিরক্ত করছে। যৌনতার প্রস্তাব দিচ্ছে। প্রস্তাবে সাড়া দিইনি আমি। বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে।”

পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে উরফি আরও দাবি করেন, “প্রথমে গুরগাঁও থানায় অভিযোগ দায়ের করি। তবে ১৪ দিন কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমি অত্যন্ত বিরক্ত। অথচ মুম্বই পুলিশের বিরুদ্ধে আমি কত ভাল কথা শুনেছি। এই যুবকটি আসলে সমাজের ত্রাস। মহিলাদের ত্রাস।” একটি মহিলার ছবিও শেয়ার করেছেন উরফি। তিনি দাবি করেন, ওই তরুণী তাঁর কাছের বন্ধু। ওই তরুণীকে সমস্যার কথা জানান। তা সত্ত্বেও তরুণী কোনও ব্যবস্থা নেননি। পরিবর্তে অভিযোগ ভুয়ো বলেই দাবি করেন।

২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন উরফি। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়াল এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি। তবে সেসব এখন অতীত।

উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.