নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চিত্রকর্ম চুরির অভিযোগে দায়ের করা মামলায় এক বই ব্যবসায়ীসহ দুজনকে তলব করেছেন ঢাকার এক আদালত।
আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আসামিরা হলেন, রুমা চৌধুরী এবং তার স্বামী মঞ্জুরুল আজিম পলাশ।
চলতি বছরের ২৩ জুন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো.তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
এর আগে, গত বছরের ২৯ জুন এ ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন আসামিদের বিরুদ্ধে তোফাজ্জল হোসেনের আদালতে মামলা করেন।
আসামিরা হলেন-রুমা চৌধুরী এবং তার স্বামী মঞ্জুরুল আজিম পলাশ।
শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শাওনের জবানবন্দি রেকর্ড করেন, অভিযোগ আমলে নেন এবং বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন।