The news is by your side.

হুমকি মোকাবিলায় মহড়ার প্রস্তুতি ন্যাটোর

0 124

ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো।

ইউক্রেনে যুদ্ধ চলা অবস্থায় রাশিয়াকে সামরিক শক্তি প্রদর্শন করতেই আজ সোমবার থেকে এই মহড়া শুরু হচ্ছে।

মহড়ায় অংশ নিতে বিমানবাহিনীর ১০ হাজার সদস্য জার্মানিতে সমবেত হয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত মহড়া অনুষ্ঠিত হবে। এতে ২৫টি দেশের ২৫০টি বিমান অংশ নিচ্ছে। দুই হাজার এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য ও ১০০টি বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যামি গুটম্যান বার্লিনে সাংবাদিকদের বলেছেন, ন্যাটোতে আমাদের মিত্র বাহিনীর তৎপরতা বাড়ানো এবং মস্কোর প্রতিক্রিয়ার অংশ হিসেবে মহড়ার প্রস্তুতি চলছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাশিয়াকে ড্রোন সরবরাহ করার পরিণতি সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হুঁশিয়ার করেছেন। এক ফোনকলে মাখোঁ রাশিয়াকে দেওয়া সহায়তা ‘অবিলম্বে বন্ধের’ আহ্বান জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.