The news is by your side.

হিরো আলমকে নিয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির টুইট, অসন্তোষ জানাল ঢাকা

0 122

 

হিরো আলম নিয়ে টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডেকে নিয়ে এই অসন্তোষ জানান অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।

ছুটিতে থাকায় জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের পক্ষে হাজির হন ভারপ্রাপ্ত প্রধান ও ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট।

গত সোমবার ঢাকা-১৭ উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বনানীর একটি কেন্দ্র পরিদর্শনে যান। এসময় নৌকা প্রার্থীর সমর্থকেরা তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে মঙ্গলবার টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তবে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রতিক্রিয়াই নয়, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এতে ক্ষুব্ধ হয় ঢাকা। এরপরই লুইস গোয়েনকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘উন্নয়নের অংশীদার হয়ে জাতিসংঘের কাছ থেকে রাজনৈতিক মন্তব্য কাম্য নয়।’

Leave A Reply

Your email address will not be published.