The news is by your side.

হিমাচলে দুর্যোগে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন আমির খান

0 241

চলতি বর্ষায় তছনছ হয়ে গেছে হিমাচল প্রদেশ। ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশের একাধিক এলাকা। দুর্যোগে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা আমির খান। সরকারি তহবিলে ২৫ লাখ দান করলেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হিমাচলের বর্ষায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকার থেকে তৈরি হয়েছে ‘আপড়া রাহাত কোষ’। সেই কোষে ২৫ লাখ রুপি দান করেছেন আমির।

এরপর হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু অভিনেতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমিরের করা এই সহায়তা নিঃসন্দেহে দুস্থ পরিবারের ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা করবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দুর্যোগের পরে বাসস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্য পূরণ করতে পারব আমরা অনেকটাই। হিন্দি সিনেমার এই আইকন আমাদের দিকে সাহায্যের যে হাত বাড়িয়ে দিলেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

আমির বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘লাপাতা লেডিজ’ এর প্রচারে। ছবিটি পরিচালনা করেছেন কিরণ রাও। আর প্রযোজনা আমির খানের। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিবাচক সাড়া ফেলেছে ছবিটি। ২০২৪ সালের ৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।

Leave A Reply

Your email address will not be published.