The news is by your side.

 ‘হাড্ডি’-র পোস্টার: নারীর বেশে প্রতিশোধ নিতে আসছেন নওয়াজ

0 177

 

 

ধূসর ঝলমলে পোশাক। সিংহাসনে বসে এক লাস্যময়ী নারী। যাঁর অভিব্যক্তিতে আগুন। ভ্রূর ধনুকে তির্যক ভঙ্গি। চোয়ালের রেখায় বিরক্তির সঙ্গে মিশে রয়েছে আক্রোশ। কে সেই নারী? না, নারী নন। নারীর বেশে প্রতিশোধ নিতে আসছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। হঠাৎ ভাইরাল সেই ছবিটি তাঁর আগামী ছবি ‘হাড্ডি’-র ঝলক।

মঙ্গলবার নির্মাতারা প্রথম লুক প্রকাশ্যে আনতেই হইচই। জানা যায়, অক্ষত অজয় শর্মা পরিচালিত ছবিটি ফ্লোরে উঠেছে সদ্য। মুক্তি পাবে ২০২৩ সালে।

নওয়াজউদ্দিনকে এমন রূপে আগে দেখা যায়নি। অনুরাগীরা বললেন ‘মহাকাব্যিক’। ‘হাড্ডি’ আসলে প্রতিশোধ-ভিত্তিক কাহিনিরই ছবিই।

পোস্টারে নওয়াজউদ্দিনের চেহারা দেখে চিত্রনাট্য বোঝার উপায় নেই। তবে দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছেন ‘নারী’-রূপী নওয়াজ।

জি স্টুডিয়ো এবং অনিন্দিতা স্টুডিয়োর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘হাড্ডি’। ছবির পোস্টারের সঙ্গে ক্যাপশনে লেখা, ‘অপরাধ আগে কখনও এত ভাল লাগেনি!’

নওয়াজউদ্দিন এই ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে বলেছেন, ‘‘আমি বিভিন্ন আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছি, তবে ‘হাড্ডি’ সম্পূর্ণ আলাদা। বিশেষ চরিত্র হতে চলেছি। এমন চেহারায় এমন ভূমিকায় আমায় আগে কেউ দেখেননি। অভিনেতা হিসেবেও আমার উত্তরণ হবে।’’

নওয়াজউদ্দিনকে শেষ বার পর্দায় খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল ‘হিরোপন্তি ২’-এ, যা গত এপ্রিলে মুক্তি পেয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.