The news is by your side.

হাউ টু মার্ডার ইওর হাজব্যান্ড- লেখিকা ন্যান্সি ক্রিপটন; স্বামীর খুনে অভিযুক্ত!

0 271

\

 

কীভাবে স্বামীকে খুন করতে হবে তা নিয়ে উপন্যাস লিখেছেন তিনি। নাম দিয়েছেন ‘হাউ টু মার্ডার ইওর হারজব্যান্ড’। কিন্তু আমেরিকার সেই লেখিকা ন্যান্সি ক্রিপটন ব্রফির বিরুদ্ধেই স্বামীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে।

ন্যান্সির স্বামী ড্যানিয়েল পেশায় এক জন শেফ ছিলেন। ২০১৮ সালের ২ জুন ওরেগন কালিনারি ইনস্টিটিউটের রান্নাঘর থেকে ড্যানিয়েলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ড্যানিয়েলের পিঠ লক্ষ্য করে গুলি করা হয়। সেই গুলি হৃদ্‌যন্ত্র ভেদ করে এফোঁড় ওফোঁড় হয়ে যায়।

তদন্তকারীরা জানিয়েছেন, অনলাইন বিপণি থেকে একটি বন্দুক কিনেছিলেন ন্যান্সি। খুনের জন্য তিনি সেটিই ব্যবহার করেছিলেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি তদন্তকারীরা জানিয়েছেন, ন্যান্সি ঠিক যে ভাবে তাঁর স্বামীকে খুন করেছেন, ঠিক সে রকমই একটি কাহিনি তাঁর উপন্যাসেও পাওয়া গিয়েছে।

‘হাউ টু মার্ডার ইওর হাজব্যান্ড’-এর আগেও দু’টি বই লিখেছেন ন্যান্সি। ‘দ্য রং হাজব্যান্ড’ এবং ‘হেল অন আ হার্ট’। ন্যান্সির সবক’টি উপন্যাসেরই মূল বিষয় খুন, অপরাধ, বিশ্বাসঘাতকতা এবং যৌনতা।

Leave A Reply

Your email address will not be published.