The news is by your side.

হাইপারসনিক অস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক ব্যবস্থা আছে, ব্যবহার করছি না: পুতিন

0 118

ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর কাছে এখন হাইপারসনিক অস্ত্র রয়েছে। তবে সেগুলো বাস্তবে ব্যবহার করা হচ্ছে না। অস্ত্রগুলো অন্যান্য অত্যাধুনিক ব্যবস্থার মতোই তারা মজুত রেখেছেন।

রোববার সাংবাদিক পাভেল জারুবিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত রসিয়া-১ টিভি চ্যানেলে ‘মস্কো, ক্রেমলিন, পুতিন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর তাসের।

২০১৪ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করতে পারতো কিনা- এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘আসলে স্থলবাহিনীর উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করতে হবে।

২০১৪ সালে আমাদের কাছে হাইপারসনিক অস্ত্র ছিল না, তবে এখন সেগুলো বিদ্যমান! হ্যাঁ, আমরা আসলে সেগুলো ব্যবহার করছি না। কিন্তু আমাদের হাতে সেগুলো রয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন?’

তিনি বলেন, ‘হাইপারসনিক অস্ত্রের পাশাপাশি অন্যান্য অত্যাধুনিক ব্যবস্থাও আমাদের হাতে রয়েছে। যদিও ২০১৪ সালে এমন অনেক কিছুই ছিল না।’

২০১৪ সালে বিশেষ অভিযান শুরু করা গুরুত্বপূর্ণ ছিল কি-না জানতে চাইলে পুতিন জোর দিয়ে বলেন, এভাবে আসলে বলা সম্ভব নয়, তখন থেকে বাস্তবতা পরিবর্তিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.