The news is by your side.

হাইকোর্টে ৫৪ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

0 122

 

৯ জুলাই রবিবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হয়েছে।

বুধবার এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী রবিবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হলো।’

নোটিশে ৫৪ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চ রয়েছে।

গত ২২ জুন থেকে ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.