ইসলামাবাদ হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জামিনের আবেদনের শুনানি শুরু হয়েছে। জুমার নামাজের কারণে শুরু হওয়ার পরপরই শুনানি স্থগিত করা হয়েছে।
বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ দুই নম্বর কোর্টরুমে এ মামলার শুনানি শুরু করেন। গতকাল সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেফতার অবৈধ এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশের পর শুক্রবার হাইকোর্টে এই শুনানি হচ্ছে।
ইমরানের আইনজীবীরা চারটি অতিরিক্ত আবেদন করেছেন। এই আবেদনে ইমরান খানের বিরুদ্ধে সমস্ত মামলা একত্রিত করা এবং তার বিরুদ্ধে নথিভুক্ত করা মামলাগুলোর বিবরণ পেতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করা হয়েছে।
প্রায় দুই ঘণ্টা বিলম্বে শুক্রবার শুনানি শুরু হয়। গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, কর্মকর্তারা আদালতের বাইরে নিরাপত্তা জোরদার করতে গিয়ে এই বিলম্ব হয়। কিন্তু জুমার নামাজের কারণে দুপুর ১টায় শুরু হওয়ার পরপরই শুনানি বন্ধ করে দেওয়া হয়।
ইমরানপন্থিরা তার নামে স্লোগান তোলার পর বিচারকরা আদালত কক্ষ ছেড়ে চলে যান।