The news is by your side.

হলিউড ফিল্ম ‘জিরো ডার্ক থার্টি’র অফার ফিরিয়ে দিয়েছিলেন রণিত!

0 207

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণিত রায়। ‘আদালত’ নামের টিভি শোয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেতা। তবে হলিউডের মতো ইন্ডাস্ট্রির ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

হলিউড ফিল্ম ‘জিরো ডার্ক থার্টি’র অফার এসেছিল রণিতের কাছে। কিন্তু শিডিওল জটিলতা আটকে থাকার কারণেই তাকে প্রস্তাবটি ফিরিয়ে দিতে হয়েছে।

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন এই অভিনেতা। সেখানেই হলিউডের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন রণিত।

তিনি বলেন, হলিউডের ‘জিরো ডার্ক থার্টি’ নামের ছবিতে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছিল আমার কাছে। কিন্তু সেই সময় ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’র শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় এই সুযোগটি গ্রহণ করতে পারিনি আমি। কোনোরকম অডিশন ছাড়াই ছবিটির জন্য আমাকে বেছে নিয়েছিলেন নির্মাতা ক্যাথরিন বিগেলো।

রণিত আরও বলেন, এটি আমার জীবনের সেরা সুযোগ ছিল। তবে সেই সময় করণ জোহরের ছবিতে আমার সব শিডিওল দেওয়া ছিল। যদিও আমি নির্মাতাদের তারিখ পরিবর্তন করতে বলেছিলাম। কিন্তু ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’-এর নির্মাতারা আমাকে না ছাড়ার কারণেই সুযোগটি ছেড়ে দিতে হয়েছে আমাকে।

তবে হলিউডের ছবিতে একজন অস্কার বিজয়ী নির্মাতার সঙ্গে কাজ করা আমার জন্য স্মরণীয় সুযোগ ছিল।

 

 

Leave A Reply

Your email address will not be published.