The news is by your side.

স্মার্ট পারফর্মিং কম্পিটিশন অন  ডান্স এন্ড মডেলিং ২০২৩

0 253

 

ফ্যাশন মডেলিং এবং মডার্ন ডান্স- এ যারা ক্যারিয়ার গড়তে আগ্রহী, একই সঙ্গে যারা  নিজেদের সেরা পারফরম্যান্স  উপস্থাপন করে  নিজেকে সেরা প্রমাণ করতে চান, তাদের জন্য  সিগনেচার মাল্টিমিডিয়া ( TRAD /  DSCC / 012508 / 2021) আয়োজন করেছে –  স্মার্ট পারফরমিং কম্পিটিশন অন ডান্স এন্ড মডেলিং ২০২৩।

ক্যাটাগরি –

ক.  ডান্স কুইন বাংলাদেশ ২০২৩ ( মডার্ন ডান্স )

খ. মডেল অফ দ্য ইয়ার ২০২৩  ( ওয়েস্টার্ন ফ্যাশন-মডেলিং )

গ.স্মার্ট ফিমেল আর্টিস্ট ২০২৩ ( স্মার্ট মেকআপ, গেট আপ, প্রেজেন্টেশন)

প্রতিটি ক্যাটিগরিতে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের সম্মাননা, ক্রেস্ট, প্রাইজ মানি ও সনদপত্র প্রদান করা হবে।

গ্রান্ড ফিনেলে –  অংশগ্রহণকারী সকল শিল্পীকে  সম্মাননা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম, শর্ত ও যোগ্যতা:

আবেদনপত্রের সাথে তিনটি পৃথক লুকের ছবি, জাতীয় পরিচয় পত্রের সফট কপি,

পুরো নাম-  ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, উচ্চতা ভার্টিক্যাল মেজারমেন্ট, পারফর্মেন্স ক্যাটিগরি  উল্লেখ করতে হবে। সক্রিয় মোবাইল ফোন নাম্বার ও ইমেইল আইডি  উল্লেখ করতে হবে।

অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় পোশাক(  কস্টিউম)  মিউজিক নিয়ে আসতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে যাতায়াত ভাড়া কিংবা আপ্যায়নের ব্যবস্থার থাকবে না।

প্রতিযোগিকে নির্ধারিত   সময়ের ৩০ মিনিট পূর্বে,  নির্ধারিত ভেন্যুতে উপস্থিত থাকতে হবে।

প্রতিযোগিতার ১ম রাউন্ড, ২য় রাউন্ড ও গ্রান্ড ফিনেলের তারিখ ও  স্থান , ফোনে  এবং ইমেইলে ৩দিন পূর্বে জানানো হবে।

মন্ত্রী পরিষদের সদস্য বর্গ, সংসদ সদস্য   ও দেশ বরণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ  অনুষ্ঠানে  উপস্থিত   থাকবেন।

১৫ মে ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ইমেলঃ signaturemultimedia.bd@ gmail.com

হোয়াটসঅ্যাপঃ   01717503266

চেয়ারম্যান,সিগনেচার মাল্টিমিডিয়া-  বরাবর আবেদন করতে হবে।  প্রয়োজনে যোগাযোগ  : 0244617950

Leave A Reply

Your email address will not be published.