The news is by your side.

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি লাগবে

সরকারি চাকরি সংশোধন আইন-২০২২

0 146

শতভাগ সরকারি প্রতিষ্ঠানের মতো স্বায়ত্তশাসিত, লেজিসলেটিভ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ব্যয়ের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে সম্মতি নিতে হবে।

সোমবার (১২ ডিসেম্বর) এমন বিধান রেখে সরকারি চাকরি সংশোধন আইন-২০২২ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এখন থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন কাঠামো নির্ধারণ এবং ব্যয়ের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হাতে ছিল। কিন্তু এবার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টিও একই বিভাগের অধীনে নিয়ে আসা হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বেতন-ভাতা নির্ধারণের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে।

সচিব বলেন, সরকারি কর্মচারী আইন হওয়ার আগেও এ বিধান বাধ্যতামূলক ছিল। এখন এটার আইনগত একটা ভিত্তি দেওয়া হলো।

Leave A Reply

Your email address will not be published.