The news is by your side.

স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে  : ডা. জাফরুল্লাহ

0 455

 

 

স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ডা. জাফরুল্লাহ চৌধুরী।বুধবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টারে সদ্য করোনা-জয়ী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা প্লাজমা ডোনেট করতে আসেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘দেশের স্বাস্থ্যব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে। এই সরকার সামরিক সরকারের চেয়েও খারাপ। তারা কারও কথা শুনছে না।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি গত মার্চে বলেছিলাম করোনা সংক্রমণ শুরু হয়েছে। অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কি না দেখেন। হাসপাতালে রোগীরা অক্সিজেনের জন্য ভর্তি হয়। কিন্তু আমরা দেখছি, প্রাইভেট হাসপাতালগুলো অক্সিজেনের অনেক বেশি দাম নিচ্ছে। এটা প্রতারণা। ১ হাজার লিটার অক্সিজেনের জন্য খরচ হয় ৭০ টাকা। কিন্তু অনেক হাসপাতাল লাখ টাকার বিলও নিচ্ছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘সরকারের নৈতিক দায়িত্ব হবে এইসব জিনিসের দাম নির্ধারন করে দেওয়া। তা না হলে জনগণকে প্রতারণার হাত থেকে রক্ষা করা যাবে না। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপিকেকে বলব, জাতীয় সংসদে এই বিষয়টা উত্থাপন করতে। অক্সিজেন তো ফ্রি হওয়া উচিত।’

এ সময় অক্সিজেনের মূল্য স্থির করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ডা. জাফরুল্লাহ। তিনি আরও বলেন, ‘রুমিন ফারহানা এখনো পুরো সুস্থ না। কিন্তু তবুও তিনি প্লাজমা দিতে এসেছেন, এটা চমৎকার ব্যাপার। আমরা গৌরব বোধ করছি রুমিন নিজ থেকে এটা করেছেন। আমরা তার সাথে কোনো যোগাযোগ করিনি। তিনি খুব সজাগ একজন নাগরিক যিনি জনগণের জন্য এতটাই ভাবেন। রুমিন ফারহানা একটা চমৎকার উদাহরণ সৃষ্টি করেছেন।‘

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.