যত সমস্যা দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে। মন্ত্রী নরোত্তম মিশ্রর ঘোর আপত্তি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, গান বাদ না দিলে ছবি বয়কট করবেন। নায়িকাকে ‘টুকরে টুকরে গ্যাং’-এর সদস্য বলেও দাবি করেছেন।
এই জায়গা থেকেই দীপিকা এবং ছবির পাশে দাঁড়িয়েছেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। তিনি সপাট প্রশ্ন তুলেছেন টুইটে।
লিখেছেন, ‘#বেশরম বিগোটস… গেরুয়া পরিহিত পুরুষরা ধর্ষকদের মালা পরিয়ে দিতে পারেন। হিংসা, ঘৃণা বক্তব্য ছড়াতে পারেন। গেরুয়া পরিহিত স্বামীজি নাবালিকাকে ধর্ষণ করতে পারেন। কিন্তু ছবিতে গেরুয়া পরলেই দোষ?? # না মানে এমনিই জিজ্ঞাসা করছি’।
ড. নরোত্তম মিশ্রের পাশাপাশি অল ইন্ডিয়া হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি মহারাজও গান, শাহরুখ খান-দীপিকার রসায়ন এবং নায়িকার পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন।
মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলের নেতা গোবিন্দ সিংও যোগ করেছেন, “গানের দৃশ্য এবং পোশাক অত্যন্ত আপত্তিকর। ভারতীয় সংস্কৃতিতে এ ধরনের দৃশ্য গ্রহণযোগ্য নয়।”