The news is by your side.

এবার স্বস্তিকার নায়ক শরিফুল রাজ

0 91

 

গত বছরেই ঘোষণা এসেছিল, ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে দেখা যাবে বাংলাদেশের “আলতাবানু জোছনা দেখেনি” চলচ্চিত্রে। নির্মাতা হিমু আকরাম এতদিন স্বস্তিকার নায়ক খুঁজছিলেন। অবশেষে পাওয়া গেছে “আলতাবানু জোছনা দেখেনি” চলচ্চিত্রের নায়ক। নির্মাতা জানিয়েছেন, চলচ্চিত্রটিতে স্বস্তিকার সঙ্গে অভিনয় করবেন শরিফুল রাজ।

সিনেমাটির প্রযোজনায় থাকছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থার সূত্রেই জানা গেছে এখবর। তারা জানায়, স্বস্তিকার বিপরীতে শরিফুল রাজ চূড়ান্ত। এখন দিন-তারিখ দেখে শুটিংয়ে নামার অপেক্ষা।

বিষয়টি নিয়ে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে আপাতত কিছু বলতে চান না।

এর আগে নির্মাতা হিমু আকরাম জানিয়েছিলেন, অনেকলেয়ার আছে আলতাবানু চরিত্রটির। নির্মাতা ও গল্পকার হিসেবে তাঁর মনে হয়েছে,এখানে একজন শক্তিশালী অভিনেতার প্রয়োজন। অনেকের সঙ্গেই কথা হয়েছে। একজন মানুষের তিনটি লুক থাকতে হবে।ওই জায়গা থেকে চরিত্রটি মেলানো কঠিন। উপযুক্ত কাউকে খুঁজে পেলেই তাঁকে নেওয়া হবে।অবশেষে শরিফুল রাজকেই চরিত্রটির জন্য পারফেক্ট মনে করেছেন নির্মাতা।

নিজের গল্পেই প্রথম সিনেমা বানাবেন হিমু আকরাম। “আলতাবানু জোছনা দেখেনি”র চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে মিস্টেরিয়াস গল্পের এই সিনেমার দৃশ্য ধারণ করা হবে বলে জানা গেছে। তারকাবহুল সিনেমাটিতে স্বস্তিকা-রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, আহমেদ রুবেল, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন বলে জানিয়েছেন নির্মাতা।

এর আগেও বাংলাদেশের চলচ্চিত্রে স্বস্তিকা মুখার্জিকে দেখা গেছে। এফ আই মানিক পরিচালিত “সবার উপরে তুমি” সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। “আলতাবানু জোছনা দেখেনি” ছাড়াও কামরুল হোসেন রিফাতের পরিচালনায় “ওয়ান ইলেভেন” নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা।

Leave A Reply

Your email address will not be published.