The news is by your side.

স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সাখাওয়াত, নতুন উপদেষ্টা জাহাঙ্গীর আলম

0 110

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। জাহাঙ্গীর আলম চৌধুরীরেক নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে। পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। 
এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর বলেন, প্রয়োজনে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। এ জন্য পরে তিনি দুঃখ প্রকাশও করেন। এরপর আওয়ামী লীগকে দল গঠনের আহ্বান জানান। তার এ বক্তব্যেও শুরু হয় সমালোচনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ বক্তব্যের জন্য তাকে হুঁশিয়ারিও দেয়। এ ছাড়া ছাত্রদল কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন শাখা কমিটি ও বিএনপির অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও তার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।

Leave A Reply

Your email address will not be published.