উত্তরা-মতিঝিল-কমলাপুর মেট্রোরেল বা এমআরটি লাইন-৬-এর উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে মেট্রোরেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন।
সুধী সমাবেশের মাধ্যমে উত্তরার ১৫ নম্বর সেক্টরের মাঠে উদ্বোধন ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট এবং মেট্রোরেলের প্রথম দিনের কাভার উন্মোচন করেন । সেই সঙ্গে উন্মোচন করেন ৫০ টাকার স্মারক নোট।
সুধী সমাবেশ শেষে বেলা ১টা ১৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশনে আসবেন প্রধানমন্ত্রী। সেখানে একটি তেঁতুল গাছের চারা রোপণ শেষে চলন্ত সিঁড়ি ব্যবহার করে স্টেশনের কনকোর্স লেভেলে উঠবেন তিনি। এ সময় তাকে স্টেশনের কনকোর্স লেভেল সম্পর্কে ধারণা দেয়া হবে। ১টা ৩৫ মিনিটে টিকিট মেশিন থেকে এমআরটি পাস কিনে প্লাটফর্মে উঠবেন। প্রধানমন্ত্রীকে প্লাটফর্ম সম্পর্কেও ধারণা দেয়া হবে। ১টা ৫০ মিনিটে সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করবেন। এরপর মেট্রো ট্রেনে প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত কোচের দরজায় ফিতা কেটে আরোহণ করবেন প্রধানমন্ত্রী। একই ট্রেনে প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্রমণ করবেন ২০০ জন আমন্ত্রিত অতিথি।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলবে ‘টিম ডিএমটিসিএল’। এরপর প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও প্রথম দিনের কভার উন্মোচন করবেন। একই সময়ে স্মারক নোট উন্মোচন করবেন।