বলিউডে হাতেখড়ির আগেই আলোড়ন ফেলে দিয়েছেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পলক।
সমাজমাধ্যমে প্রায় রোজই পলকের ছবি চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। এ বার শ্বেতা-তনয়ার এমনই এক ছবি প্রকাশ্যে এল, যেখানে তাঁর বক্ষবিভাজিকা বোঝা যাচ্ছে। আর এই ছবিতেই মজেছেন তাঁর ভক্তরা।
শ্বেতা তিওয়ারি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, সে নিয়ে সন্দেহের অবকাশ নেই।
তবে তার মেয়ে হিসেবে পালক যে সেলেব কিড হিসেবেই পরিচিত নেটদুনিয়ায়, তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি নেহাতই কম সক্রিয় নন।
ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো, তার ঝলক অবশ্য মিলবে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই।
প্রায়ই একাধিক বোল্ড ফটোশুটে অংশ নিতে দেখা যায় তাকে, যার রীতিমতো রাতের ঘুম কাড়ে তার ভক্তদের। সম্প্রতি পালকের তেমনি ফটোশুটের কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে, যার সূত্রেই চর্চায় তিনি
সম্প্রতি নিজের ফটোশুটের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে তুলে ধরেছেন পলক। যেখানে মোহময়ী রূপে দেখা গিয়েছে তাঁকে। কোনও কোনও ছবিতে দেখা গিয়েছে, পলকের পরনে অন্তর্বাস নেই। তাঁর বক্ষবিভাজিকা স্পষ্ট বোঝা যাচ্ছে।
অভিনেত্রীর এ হেন ছবি দেখে তাঁর ভক্তকুলে উন্মাদনা চোখে পড়ার মতো। অবশ্য এই প্রথম বার নয়। এর আগেও নিজের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে উষ্ণতা ছড়িয়েছেন পলক। কেরিয়ারের শুরুতেই সলমনের সঙ্গে কাজ করার সুযোগ যে কোনও অভিনেত্রীর কাছে বড় প্রাপ্তি।