The news is by your side.

স্পটিফাইয়ে ১ বিলিয়ন স্ট্রিমে ব্ল্যাকপিঙ্কের লিসা

0 179

ইতিহাস তৈরি করে চলেছেন ‘ব্ল্যাকপিঙ্ক’-এর জনপ্রিয় পপতারকা লিসা। তার একক অ্যালবাম ‘লালিসা’ মিউজিক স্ট্রিমিং জায়ান্ট প্লাটফর্ম স্পটিফাইয়ে ১ বিলিয়ন স্ট্রীম অতিক্রম করেছে। যার ফলে কোনো কে-পপ সঙ্গীতশিল্পী হিসেবে প্রথম একক অ্যালবামের রেকর্ড গড়লেন লিসা।

৫৯৫ দিনের মধ্যে লিসা মাত্র দুটি গানের মাধ্যমে এই অসাধারণ মাইলফলক অর্জন করেছেন, যা একমাত্র কে-পপ নারী সঙ্গীতশিল্পীর অ্যালবাম হিসেবে ব্ল্যাকপিঙ্কের পাশাপাশি স্পটিফাই ইতিহাসে ১ বিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে।

স্পটিফাইয়ে ১ বিলিয়ন স্ট্রিমে পৌঁছানোর দ্রুততম কে-পপ অ্যালবামের রেকর্ডও গড়েছে এটি যা বিশ্বব্যাপী সঙ্গীত প্রেমীদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা প্রমাণ করে।

এরচেয়েও বড় অর্জন হিসেবে রয়েছে লিসার ৭টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। যার মধ্যে একজন একক শিল্পী হিসেবে ২৪ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি ইউটিউব মিউজিক ভিডিও দেখার রেকর্ড ভাঙা সহ তার একক অ্যালবাম ‘লালিসা’র চিত্তাকর্ষক ৭৩.৬ মিলিয়ন ভিউ রয়েছে।

২০২২ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস এবং ২০২২ সালের এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা কে-পপ ভিডিওতে প্রথম একক কে-পপ বিজয়ী হয়েছিলেন লিসা। এছাড়া ২০২২ সালের ২৬ জানুয়ারী পর্যন্ত ৮৭ মিলিয়নেরও বেশি ফলোয়ার সহ একজন কে-পপ শিল্পী হিসেবে রেকর্ড গড়েছিলেন এই গায়িকা।

Leave A Reply

Your email address will not be published.