সৌদি আরবে একটি বাসে আগুন লেগে ৩৫ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের সকলেই ওমরাহযাত্রী বলে জানা গেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ বলছে, বাসটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। এরা সকলেই এশিয়ান ও আরব দেশের নাগরিক। বেসরকারি পরিবহনের বাসটি একটি ভারী যানের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে বাসটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৩৫ জন মারা গেছেন।
জানা গেছে, মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে। ওমরাহযাত্রী বহনকারী বাসটির সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই বিদেশি। তবে কোনো বাংলাদেশি আছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।