The news is by your side.

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির তারুণ্যের সমাবেশ

0 136

 

ভোটাধিকার পুনরুদ্ধার, বাকস্বাধীনতা, নিরপেক্ষ বিচারব্যবস্থা এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে।

শনিবার দুপুর ২টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

কেবল একটি ফটক দিয়ে ঢোকার সুযোগ থাকায় সামনের সড়কে হাজার হাজার নেতা-কর্মীর ভিড় জমেছে। এতে বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ, রমনা পার্ক ও মৎস্য ভবন মোড় এলাকায় গিয়ে এমন পরিস্থিতি দেখা গেছে।

সমাবেশস্থল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিসহ অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা।

এদিকে, নেতা-কর্মীদের ভিড়ে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকার লোকারণ্য হয়ে গেছে। ঢাকার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ছাড়াও রাজধানীর আশপাশের জেলাগুলোর অসংখ্য নেতা-কর্মী জড়ো হয়েছেন।

অপরদিকে, তারুণ্যের সমাবেশ এ সমাবেশ থেকে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর নয়পল্টনে এক দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা আসতে পারে।

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে এ মহাসমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এবার বিএনপি ঢাকাকে টার্গেট করেই এগোচ্ছে। তাই যেকোনো পরিস্থিতিতে ঢাকা ঘেরাও বা অবরোধ করার প্রস্ততিও রয়েছে দলটির।

Leave A Reply

Your email address will not be published.