স্বস্তিকা মুখোপাধ্যায়। নানা শিরোনামে সব সময় আলোচনায় থাকেন তিনি। কলকাতার অনেকে জনপ্রিয় নায়কের নায়িকা হয়েছেন তিনি। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে নিজের যোগ্যতায় আলাদা একটা স্থান দখল করেছেন এই অভিনেত্রী।
কখনো মডার্ণ নারী, কখনো গৃহবধু, কখনো সমাজকর্মী এমন নানা চরিত্রে দেখা মিলেছে তার। জিৎ, পরমব্রত, রুদ্রনীল ঘোষ এমন অনেক নায়কের পরে এবার সোহম চক্রবর্তীর স্ত্রী ভূমিকায় হাজির হতে যাচ্ছেন স্বস্তিকা। এবার আর কোনো আধুনিকা চরিত নয়, গৃহবধূর বেশে হাজির হবেন স্বস্তিকা মুখোপাধ্যায়।সোহম-স্বস্তিকাকে নিয়ে ছবিটি নির্মাণ করবেন অর্জুন দত্ত। এই ছবিটি নাম ‘শ্রীমতি’। সিনেমাটিতে স্বস্তিকার চরিত্রটির নাম শ্রী। সোহমের সঙ্গে যার বিয়ে হয়েছে। বিয়ের কল্যাণে উচ্চ মধ্যবিত্ত ঘরের বউ হয়েছেন স্বস্তিকা। যিনি রান্না করতে পছন্দ করেন। এছাড়া এখানে একজন কাল্পনিক চরিত্রের কাছে রান্নার বিভিন্ন টিপস নেন শ্রী।
ছবিটিতে আরও দেখা যাবে, রান্না ঘরের বন্দি জীবন থেকে এক সময় মুক্তি পেতে চান শ্রী। নিজেকে বদলাতে জিমে ভর্তি হন তিনি, নিজের স্টাইলে পরিবর্তন আনেন। বাকিটা দেখতে হবে সিনেমাতেই।