The news is by your side.

সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণ, শিশুসহ নিহত ২৭

0 108

দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন। রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে কোরিওলি শহরের কাছে শুক্রবার এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসব নিশ্চিত করেছেন।

কোরিওলির বাসিন্দা ইব্রাহিম হাসান বলেন, ‘নিহতদের বেশিরভাগই ‘ছোট শিশু’। খেলার মাঠের কাছে থাকা বিস্ফোরকটিতে এক শিশুর স্পর্শ লাগলে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের।’

এ ঘটনায় দায় স্বীকার করেনি কেউ। অঞ্চলটি আল শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্যবস্তু। ২০০৭ সাল থেকে আন্তর্জাতিকভাবে সমর্থিত সোমালি ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়েছে আসছে তারা।

গত মাসে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সংগঠনটি কোরিওলি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের শহর বুলো মাররে আফ্রিকান ইউনিয়নের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫৪ উগান্ডার শান্তিরক্ষীকে হত্যা করেছিল।

আল শাবাবকে সোমালিয়ার প্রধান শহরগুলো থেকে বিতাড়িত করা হলেও নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে গ্রামীণ অঞ্চলের বিশাল অংশে ক্ষমতা ধরে রেখেছে তারা।

 

Leave A Reply

Your email address will not be published.