The news is by your side.

সোমবার ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক, চিঠিতে সই করেছেন ট্রাম্প

0 86

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সোমবার ১২টি দেশের ওপর নতুন শুল্কের ঘোষণা আসবে। ইতোমধ্যে তিনি ১২টি চিঠিতে সই করেছেন। এসব দেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর বিভিন্ন ধরণের শুল্কের সম্মুখীন হতে হবে।

শুক্রবার (৪ জুলাই) নিউ জার্সি ভ্রমণের সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, ‘আমি কিছু চিঠিতে সই করেছি এবং সেগুলো সোমবার প্রকাশিত হবে, সম্ভবত ১২টি।’

ট্রাম্পকে শুল্কের ক্ষেত্রে তার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘বিভিন্ন পরিমাণ অর্থ, বিভিন্ন পরিমাণ শুল্ক।’

এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকেও আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। বিশেষ করে লক্ষ্যবস্তু খাত বা শুল্কের হারের বিষয়ে।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প এবং তার শীর্ষ সহযোগীরা প্রথমে বলেছিলেন, তারা শুল্ক হার নিয়ে বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা শুরু করবেন। কিন্তু জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে বারবার বিরোধের পর মার্কিন প্রেসিডেন্ট সেই প্রক্রিয়ায় তিক্ততা অনুভব করেছেন। এরপর শুক্রবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, (আলোচনার চেয়ে) ‘চিঠিগুলো আরও ভালো… চিঠি পাঠানো অনেক সহজ।’

 

Leave A Reply

Your email address will not be published.