বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার প্রেমিকের সঙ্গে তোলা ছবিতে সামাজিক মাধ্যমে ধরা দিলেন এই তারকা।
সম্প্রতি এক ভিডিওতে জহির তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে নিয়ে এলেন। গেল ৬ জুন সোনাক্ষীর জন্মদিনে জহির ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সেখানে অভিনেত্রীর প্রতি তার ভালবাসা প্রকাশ করেছেন।
ইনস্টায় ভিডিও এবং দুজনের একটি সেলফি শেয়ার করে জহির ক্যাপশন দিয়েছেন, ‘শুভ জন্মদিন সনু, আই লাভ ইউ।
এদিকে, গুঞ্জন রয়েছে চলতি বছরেই নাকি জাহিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন সোনাক্ষী।তবে প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনলেও এখনো বিয়ে নিয়ে কিছুই জানাননি তারা।
সোনাক্ষী সিনহা অভিনীত মুক্তির প্রতীক্ষায় রয়েছে ‘ডাবল এক্স এল’। এতে তার সহশিল্পী অভিনেত্রী হুমা কুরেশি। এদিকে, জাহির ইকবালকে হিন্দি সিনেমা ‘দ্য নোটবুক’-এ অভিনয় করতে দেখা গেছে।