চলতি সিজনে প্রথমে ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠে আসছে দুজনের নাম। তাঁরা হলেন সাজিদ খান এবং সৃজিতা দে। সাহসী এবং সুন্দর বিকিনি অবতারে প্রায়শই নেটমাধ্যমে ধরা দেন সৃজিতা।
কালার্সে শুরু হয়েছে সলমন খানের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর ১৬ নম্বর সিজন। সৃজিতা দে প্রথম প্রতিযোগী যিনি এই শো থেকে বহিষ্কৃত হচ্ছেন বলে শোনা যাচ্ছে।
অফিশিয়ালি এখনও পর্যন্ত জানা যায়নি কে বাদ পড়তে পারেন চলতি সপ্তাহে। এই সৃজিতা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তাঁর বিকিনি লুকে বোল্ড আউট নেটিজেন। সমুদ্র সৈকতের ধারে রামধনুর রঙের বিকিনিতে সৃজিতা। নিজের টোনড ফিগার ফ্লন্ট করছেন তিনি।
মাইনাস ডিগ্রি তাপমাত্রায় বিকিনি পরার সাহস দেখিয়েছেন সৃজিতা। সেই ছবি শেয়ারও করেছেন নেটমাধ্যমের পাতায়। ছবিতে হলুদ বিকিনিতে বেশ বোল্ড লুক দেখা গিয়েছে তাঁকে। সমুদ্রের জলে মনোকিনি পরে সৃজিতা। তাঁকে ওয়াটার বেবি লুকে দেখা যাচ্ছে।
বিকিনি লুকে নিখুঁত সৃজিতা। টু-পিসে নেটিজেনের ঘুম উড়িয়েছেন তিনি। ওয়ারড্রোবে একাধিক বিকিনি কালেকশন রয়েছে সৃজিতার। তবে লাল বিকিনিতে লাস্যময়ী লুকে দেখা যায় তাঁকে।