The news is by your side.

সেলেব্রিটিরা  ডীপ ভি নেক ড্রেস পরেন, কেন যে পরেন, কী দেখাতে, বুঝি না

0 311

তসলিমা নাসরিন

সুগোল সুডোল ফার্ম স্তন দেখতে আমার খুব ভালো লাগে। মেয়েরা  স্তন দেখানো, ক্লিভেজ দেখানো জামা পরলে বেশ লাগে দেখতে।

সুদর্শন পুরুষদের   যেমন শর্টস পরলে বা সুঠাম বাইসেপ দেখানো স্লিভলেস টিশার্ট,  বুকের  লোম দেখানো ডীপ ভি নেক টিশার্ট পরলে দেখতে ভালো লাগে, তেমন মেয়েদের  কিছুটা নিতম্ব ঝিলিক দেওয়া সুগঠিত পা দেখানো   মিনি শর্টস পরলে,  ক্লিভেজ বা অর্ধেক স্তন দেখানো, পেট এবং নাভি দেখানো ছোট টপ পরলে দেখতে বেশ লাগে।

আজকাল কী যে হয়েছে, যার স্তন দেখতে ভালো নয়, স্যাগিং, বা প্রায় ফ্ল্যাট, তারাও,  বিশেষ করে সাংস্কৃতিক জগতের সেলেব্রিটিরা  ডীপ ভি নেক ড্রেস পরেন। কেন যে পরেন, কী দেখাতে, বুঝি না। আর  বিশাল বপুর কুচ্ছিত পুরুষগুলোও   আঁটসাঁট জামা পরে চললেন। চোখ সরাতে পারলে বাঁচি!

সমুদ্রতীরে, বা লেকের পাড়ে রোদ্রস্নান করতে থাকা  সুইমিং কস্টিউম পরা ছেলে আর বিকিনি পরা মেয়ে দেখলে চোখের আরাম হয়।

কিছুই না পরা ছেলে মেয়ে দেখলে তো মনের আরও  আরাম হয়। মানুষ যে প্রকৃতির সন্তান, তা তো নগরীর কোলাহলে অনেকটা ভুলতে বসেছি।

Leave A Reply

Your email address will not be published.