The news is by your side.

সেন্ট্রাল হসপিটাল ও ডা. সংযুক্তার নিবন্ধন বাতিলের দাবি

0 118

সেন্ট্রাল হসপিটাল এবং ডা. সংযুক্তা সাহার বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন ইয়াকুল আলী। হসপিটালের প্রতারণা ও ভুল চিকিৎসায় নবজাতকসহ স্ত্রী মাহবুবা রহমান আঁখির মৃত্যু ঘটনায় এ দাবি জানান আঁখির স্বামী ইয়াকুব আলী।

একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করা হয়েছে দাবি করে ইয়াকুব আলী ক্ষতিপূরণ হিসেবে দুই কোটি টাকা দাবি করেছেন ।

এসব দাবি জানিয়ে রবিবার বেলা ১১টায় বিএমডিসি প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন ইয়াকুব আলী সুমন।

বিএমডিসিতে জমা দেওয়া লিখিত দাবিতে তিনি বলেন, আমার স্ত্রী ও নবজাতককে হত্যা করা হয়েছে। এজন্য আমি দুই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছি। একই সঙ্গে সেন্ট্রাল হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে।

ডা. সংযুক্তা সাহার রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। আর কোনো হত্যাকাণ্ড যাতে না ঘটে সে জন্য হাসপাতালগুলোতে আলাদা মনিটারিং সেল গঠন করতে হবে।

অন্তঃসত্ত্বা মাহবুবা রহমান আঁখিকে গত ৯ জুন কুমিল্লার তিতাস উপজেলা থেকে এনে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। আঁখির পরিবারের ভাষ্য, তাকে ভর্তি করা হয় চিকিৎসক সংযুক্তা সাহার অধীনে।

অন্য চিকিৎসকরা আঁখির স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হয়ে পরে অস্ত্রোপচার করেন। ওই সময় নবজাতকের মৃত্যু হয়। সংকটাপন্ন হয়ে পড়েন আঁখিও। নবজাতকের এক সপ্তাহ পর আঁখির মৃত্যু হয়।

নবজাতকের বাবা ইয়াকুব আলী এ ঘটনায় মামলা করলে দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল হসপিটালে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ করে দেয়া হয়েছে। সংযুক্তা সাহাও হাসপাতালে আপাতত কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave A Reply

Your email address will not be published.