সেনেগাল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় তিনটি নৌকার অন্তত ৩০০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন।
অভিবাসী সহায়তা সংস্থা ওয়াকিং বর্ডারস বরাতে এ তথ্য জানিয়েছে।
ওয়াকিং বর্ডারসের হেলেনা মালেনো বলেন, সেনেগাল থেকে স্পেনে যাওয়ার পথে সাগরে ১৫ দিন ধরে দুটি নৌকা নিখোঁজ রয়েছে। তৃতীয় একটি নৌকা ২৭ জুন প্রায় ২০০ জন যাত্রী নিয়ে সেনেগাল ত্যাগ করে।
মালেনো বলেন, জাহাজে যারা ছিলেন তাদের পরিবারের সদস্যরাও কোন খবর পাননি। তারা জানিয়েছে, তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণে কাফুনটিন থেকে ছেড়ে যায়। নিখোঁজ অভিবাসীদের পরিবার খুবই উদ্বিগ্ন রয়েছে। সেনেগালের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা চলে গেছে।
পশ্চিম আফ্রিকার উপকূলের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে সাগরপথে স্পেনে যাওয়া অভিবাসীদের জন্য প্রধান মাধ্যম হয়ে উঠেছে। অনেক কম সংখ্যক লোক ভূমধ্যসাগর অতিক্রম করে স্পেনের মূল ভূখণ্ডে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় গ্রীষ্মকালে এই পথে স্পেনে যাওয়ার চেষ্টা বেশি হয়ে থাকে।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টার সময় ২২ শিশুসহ অন্তত ৫৫৯ জনের মৃত্যু হয়েছে।