The news is by your side.

সেক্সি পোজে মনামী ঘোষ: কখনও বার্বি ডল, কখনও জ্বলন্ত অগ্নিপিন্ড

0 157

 

টলিউড অভিনেত্রী মনামী ঘোষ । বয়স চল্লিশ ছুঁই ছুঁই। কিন্ত গ্ল্যামারের ছটা বলে তিনি এখনও মাত্র পনেরোতেই আটকে রয়েছেন।

যৌবনকে যেন তিনি নিজের শরীরের আঁচে বেঁধে রেখেছেন। একের পর এক সেক্সি হটপোজে বরাবরই সক্কলকে ক্লিন বোল্ড করে চলেছেন অভিনেত্রী। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় অবতীর্ণ হন এক একটি অবতারে।

তাঁর টানটান ফিগার, সৌন্দর্য, জীবনযাপন নিয়ে নেটিজেন দের কৌতুহলের শেষ নেই। আর হবে নাই বা কেন স্টাইল যেন তাঁর অঙ্গে অঙ্গে জড়িয়ে, তাইতো কখনও তিনি বার্বি ডল, আবার কখনও তিনি জ্বলন্ত অগ্নিপিন্ড।

দীর্ঘদিন ধরেই টলিউডের বড়পর্দা, ছোটপর্দায় চুটিয়ে অভিনয় করছেন মনামী। তাঁকে শেষ দেখা গিয়েছে, চলতি বছরে মুক্তি পাওয়া ‘বেলা শুরু’ চলচ্চিত্রে৷

যেখানে তাঁর অভিনয় দুর্দান্ত প্রশংসিত হয়েছিল। বর্তমানে তিনি জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র 3’-এর বিচারক আসনে রয়েছেন। তবে অভিনেত্রী নেটমাধ্যমেও দারুণ সক্রিয়।

সিক্রেট বিউটির কথা বলতে গেলে সেটা গোপন রাখতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী। একবার একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, “মাঝে মধ্যে কাজ থেকে একটু ছুটি পেলেই আমি ঘুরতে বেরিয়ে পরি, আর সেটাই আমাকে সুন্দরের খোঁজ দেয়”।

সম্প্রতি তাঁর একটি দুর্দান্ত ট্রান্সপারেন্ট ছবি নেট মাধ্যমে দারুণ ভাইরাল হয়েছে, যা দেখে মুগ্ধ হয়েছেন সকলে। ছবিতে দেখা গিয়েছে, মনামী সাদা ট্রান্সপারেন্ট পোশাকে সেজেছেন।

তাঁর পোশাকে ভেতরের অংশও স্পষ্ট। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, ন্যুড মেকআপ এবং সেক্সি পোজে নায়িকার রূপ দেখে ভিরমি খেয়েছেন সকলেই।

 

Leave A Reply

Your email address will not be published.