জয়া আহসানের পর এবার মিথিলার সঙ্গে ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। আগামী বছর তারা বিয়ে করবেন বলেও খবর প্রকাশ করেছে কলকাতার সংবামাধ্যম । তবে নিজেদের খুব ভালো বন্ধু বলে দাবি করেছেন সৃজিত।
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা অর্ণবের মামাতো বোন মিথিলা। সে সূত্র ধরেই সৃজিতের সঙ্গে পরিচয় মিথিলার। সৃজিতের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিতব্য অর্ণবের গানের ভিডিওতেও যুক্ত হয়েছেন মিথিলা। এতে আরও দেখা যাবে ইন্দ্রাশিস রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়কে।
তবে গানটির ভিডিওতে মিথিলা কী করছেন, তা এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। এই মিউজিক ভিডিও পরিচালনা করছেন একলব্য চৌধুরী।
পরিচালকে সৃজিতের চার সহকারী একজায়গায় হয়েই এই নাম।