The news is by your side.

সুস্মিতা সেন- ললিত মোদি: প্রেম না থাকুক বন্ধুত্ব গভীর!

0 106

সুস্মিতা সেন। কোন পুরুষে ডুবে তিনি? ললিত মোদি না রোহমান শল? সেন সুন্দরীকে ঘিরে থাকা এই রহস্য যেন কাটার নয়! প্রাক্তন আইপিএল কর্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা সাধারণের চোখে বিঁধেছে। অথচ তাঁরা নাকি বন্ধুর চেয়ে বেশি, এই মাত্র।

আইপিএল কর্তার ঘনিষ্ঠ জন সংবাদমাধ্যমে জানিয়েছেন। লন্ডনে ললিত-সুস্মিতার ছুটি কাটানো। তারপরেই ‘সম্পর্কে আছি’ ঘোষণা, চমকে দিয়েছিল দেশবাসীদের। আচমকা যেমন এসেছিলেন আচমকাই ললিত তার যেন হাওয়ায় মিশে গেলেন।

বদলে ফের ফিরে এলেন সুস্মিতার প্রাক্তন রোহমান শল। সুস্মিতা অসুস্থ। রোহমান তাঁকে ঘিরে রয়েছেন। সুস্মিতার দুই মেয়েকে সামলাচ্ছেন। প্রাক্তন বিশ্বসুন্দরীকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন। এক সঙ্গে বাজার-হাট, দোকানপাট করতেও দেখা যাচ্ছে তাঁদের। এদিকে ললিতের তরফ থেকে কোনও সাড়াশব্দ নেই। লোকে ভেবেই নিল, প্রেম পালিয়েছে। অথচ, ললিতের সঙ্গেও একটা সময় গাঢ় বন্ধুত্ব ছিল সুস্মিতার।

বলিউড একটি ব্যাখ্যা খুঁজে পেয়েছে। যুক্তি, প্রেম না থাকুক বন্ধুত্ব তাঁদের গভীর। পরস্পর পরস্পরকে বোঝেন। এই সমঝোতা পারিবারিক। তাই সুস্মিতার ভাইয়ের বিয়েতে রোহমানকে দেখা যায়। সুস্মিতার অভাবে তাঁর বাড়ি দেখভাল করেন তিনিই। আবার অভিনেত্রীর দুই মেয়েও রোহমানে অনায়াস। তাই মোদি যখন লন্ডনে, সুস্মিতা আর্যা ৩-এর শ্যুটিংয়ে— সুস্মিতার দুই সন্তানের অঘোষিত অভিভাবক রোহমান।

Leave A Reply

Your email address will not be published.