The news is by your side.

সুস্থ হতেই শ্যুটিং ফ্লোরে সুস্মিতা সেন

0 119

কদিন আগেই আচমকাই হার্ট অ্যাটাক হয় অভিনেত্রী সুস্মিতা সেনের। অবস্থার বাড়াবাড়ি হলে তাঁর অ্যাঞ্জিপ্লাস্টি করা হয়। তবে এখন সেই ধাক্কা সামলে নিয়েছে অভিনেত্রী। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। একটু সামলে নিয়ে নিজের সুস্থতার খবর নিজেই জানালেন সুস্মিতা।

হার্ট সার্জারি হওয়ার পর বেশিদিন বিশ্রাম না নিয়েই নিজের চেনা জীবনের চেনা ছন্দে ফিরে এলেন তিনি। শুরু করলেন তাঁর জনপ্রিয় সিরিজ আরিয়ার পরবর্তী সিজনের শ্যুটিং। এখন তিনি সেটাতেই ব্যস্ত আছেন। তবে কেবল এই সিরিজ নয়, একই সঙ্গে তিনি তালি ছবির জন্যও শ্যুটিং করছেন। মোদ্দা কথায় তিনি পুরোপুরি ভাবে কাজে ডুবে আছেন এখন। বৃহস্পতিবার ২৩ মার্চ তাঁকে একটি ডাবিং স্টুডিওর বাইরে দেখা যায়।

শুধুই কি শ্যুটিং বা ডাবিং? কিছুদিন আগে তাঁর চিরাচরিত জেল্লা এবং স্টাইলে ব়্যাম্পে হাঁটেন। তাঁর পরনে সেদিন ছিল হলুদ রঙের লেহেঙ্গা।

অভিনেত্রীর যখন হার্ট অ্যাটাক হয় তখন সেই ধাক্কা সামলে নিয়ে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘আপনার হৃদয়কে খুশি রাখুন। সময় এলে এটা আপনার পাশে দাঁড়াবে।’ তিনি তাঁর সেই পোস্টে আরও জানান, ‘কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হই। আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আমার কার্ডিওলজিস্ট জানিয়েছেন আমার হৃদয় অনেক বড়। যাঁরা এমন অবস্থায় আমার পাশে ছিলেন প্রার্থনা করেছেন তাঁদেরকে আমার ধন্যবাদ। আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের জানাই আমি এখন ঠিক আছি। আবার স্বাভাবিক জীবনে ফেরার জন্য আমি প্রস্তুত।’

আরিয়া সিরিজের দুটি সিজন ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এবং সেই দুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এখন অভিনেত্রী এই সিরিজের তৃতীয় সিজনের শ্যুটিংয়ে ব্যস্ত। সুস্মিতা সেন এই সিরিজের মাধ্যমেই ওয়েব মাধ্যমে পা রাখেন।

২০২০ সালে প্রথম সিজন মুক্তি পায় এই সিরিজের। এক নারী তাঁর পরিবারকে রক্ষা করতে কতদূর যেতে পারেন সেটাই এই সিরিজের বিষয়বস্তু। কিছু মাস আগেই আরিয়া ৩ এর প্রথম পোস্টার প্রকাশ্যে আসে।

 

Leave A Reply

Your email address will not be published.