The news is by your side.

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্য গড়তে হবে: ড. কামাল

0 112

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে দেশব্যাপী জনমত গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ জন্য তিনি সমমনা রাজনৈতিক দল ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাজধানীর পুরানা পল্টনে গণফোরাম কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে। তিনি অবিলম্বে এগুলোর মূল্য কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান এমপি, এস এম আলতাফ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল মমিন চৌধুরী, মোস্তাক আহম্মেদ, শাহ নুরুজ্জামান, সেলিম আকবর প্রমুখ।

 

 

Leave A Reply

Your email address will not be published.