The news is by your side.

সুশান্ত সিংহ রাজপুতের জন্মদিন: যেখানেই থাকো , ভাল থাকো

0 115

২১ জানুয়ারি সুশান্ত সিংহ রাজপুতের জন্মদিন। জীবিত থাকলে তার বয়স হতো ৩৭ বছর। এ দিন বার বার ভাইয়ের কথাই মনে করছেন দিদি শ্বেতা সিংহ কীর্তি। ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে কাটানো সুশান্তের মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে তার দিদি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট মিষ্টি ভাই। তুমি যেখানেই থাকো না কেন, ভাল থাকো। আনন্দে থাকো। তোমায় খুব ভালবাসি।’

শ্বেতা আরও যোগ করেন, ‘‘মাঝে মাঝে মনে হয় তুমি আকাশ থেকে এক বার নীচে তাকিয়ে দেখো, তোমার জাদুতে আচ্ছন্ন সবাই। তুমি কত জনের মনে বিরাজ করো।’’

সুশান্ত চলে যাওয়ার প্রায় দু’বছর পার। এখনও যে প্রতিটা মুহূর্ত তাঁর ভাইকে মনে করেন, সে কথা তাঁর প্রতিটা পোস্টে স্পষ্ট। তাই তো টুকরো টুকরো ঘটনা, স্মৃতিগুলি আরও বেশি করে মনে চলে আসে।

সুশান্ত চলে যাওয়ার প্রায় দু’বছর হলো। এখনও প্রতিটা মুহূর্ত তার স্মৃতিগুলি মনে করে কষ্ট পান তিনি। কিছু দিন অগে মৃত্যু হয়েছে নায়কের পোষ্য কুকুর ফাজের। সুশান্তের মৃত্যুর পর থেকেই মনমরা হয়ে থাকতো সে । ফাজের মৃত্যুও অনেকটা বিষন্ন করে দিয়েছে সুশান্তের দিদিকে।

ফাজ চলে যাওয়ায় শ্বেতা লেখেন, ‘অবশেষে তোমার বন্ধুর সঙ্গে স্বর্গে দেখা হবে তোমার, খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব তোমার কাছে। তত দিন অপেক্ষা করো।’

২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বান্দ্রার এক অভিজাত আবাসন থেকে। প্রাথমিক অনুমান ছিল, আত্মহত্যা করেছেন ‘কেদারনাথ’-এর নায়ক। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে বছর খানেক ধরে। তবে এ দিন তিক্ত স্মৃতিগুলি আর মনে করতে চান না অভিনেতার দিদি। সুশান্তের জন্মদিনে, তার সঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলির কথা বার বার মনে করতে চান শ্বেতা।

 

Leave A Reply

Your email address will not be published.