The news is by your side.

সুশান্তের মৃত্যুর অপবাদ নিয়ে মুখ খুললেন রিয়া

0 200

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর যেন এ কয়েক বছরেরও অনেকের মেনে নিতে কষ্ট হয়।  সারা দেশ  ‘আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত’ ২০২০ সালের ১৪ জুন এ খবরটিতে যেন থমকে গিয়েছিল পুরো বলিউড। তবে সুশান্তের সে রহস্যজনক মৃত্যুর পর কাঠগড়ায় তোলা হয়েছিল তার বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। এমনকি ডাইনি অপবাদও জুটেছিল রিয়ার কপালে। অভিনেতার বিতর্কিত মৃত্যুর অপবাদ আজও বয়ে বেড়াতে হয় রিয়াকে। এবার সে সম্পর্কেই মুখ খুলেছেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জেলে কাটানো দিনগুলোর স্মৃতিচারণা করেছেন রিয়া। তিনি বলেন, ‘সেখানে আপনি শুধুই একটা নম্বর। আপনাকে যা বলা হবে আপনি সেটাই করতে বাধ্য। যখন খেতে দেওয়া হবে, তখন খাবেন। তখন দাঁড়াতে বলা হবে, আপনি দাঁড়াবেন?’। রিয়া বলেন, ‘হঠাৎ করে আকাশ থেকে পড়ে আপনি যেন কোন অজানায় হারিয়ে গিয়েছেন, চারিদিক অন্ধকার’।

এাড়া রিয়া তার মানসিক স্বাস্থ্য নিয়ে তার কথা বলেন। তিনি বলেন, ‘ভারতের মানুষ এটা কিছুতেই বুঝতে পারেন না যে, সফল কোনও ব্যক্তিরও উৎকণ্ঠা হতে পারে। তারও ডিপ্রেশনের মতো মানসিক ব্যামো হতে পারে’।

প্রয়াত নায়ক সুশান্ত সম্পর্কে রিয়া বলেছেন, “সারাজীবন অতিবাহিত করে মানুষ খ্যাতির চূড়ায় পৌঁছান। সেখানে গিয়েও যদি কারও মানসিক সমস্য়া হয়, বাকিরা ভাবেন তাদেরও হতে পারে। মানুষ গ্রহণ করতে পারেন না বিষয়টা। এখানকার মানুষ ডিপ্রেশনের ভুল ব্যাখ্যা করেন।”

অভিনেত্রীর কথায়,আমি ওই জেলে আসলে বিচারাধীন আসামী ছিলাম, অভিযুক্ত নয়। আর যত ক্ষণ পর্যন্ত তুমি দোষী প্রমাণিত না হচ্ছ, তার মানে তুমি নির্দোষ।

রিয়ার কথায় তার মামলা ঘিরে যে আলোচনা হয়েছিল তার পুরোটাই যে রিয়ার বিপক্ষে গিয়েছে তা নয়। রিয়া মনে করেন, তিনি তার পরিবারের তরফে যে সমর্থন পেয়েছেন তা ওই জেলেবন্দি অনেকে বিচারাধীন আসামীর কপালে জোটেনি। মিডিয়ার লাইমলাইট থেকে দূরে সেইসব কাহানি কেউ জানেতও পারেনি।

রিয়া জানান আজও সুশান্তকে ভুলতে পারেননি তিনি। সবসময় তাকে মিস করেন।

Leave A Reply

Your email address will not be published.