সুশান্তের অস্বাভাবিক মৃত্যুতে নতুন এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল সিবিআই। এফআইআরে সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, প্রতারণা, জোর করে আটকে রাখা ও ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। রিয়া ছাড়া অভিযোগ দায়ের করা হয়েছে আরও চার জনের নামে। তাঁরা হলেন, রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, শ্রুতি মোদী, স্যামুয়েল মিরান্দা এবং ইন্দ্রজিৎ চক্রবর্তী।
ঋণখেলাপি বিজয় মাল্যের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআইয়ের যে ‘এলিট টিম’, তাদের হাতেই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু-রহস্য উদ্ঘাটনের ভার দেওয়া হয়েছে। অগুস্তা-ওয়েস্টল্যান্ড কপ্টার দুর্নীতির১৪ জুন সুশান্তের আত্মহত্যার পর থেকে তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ। তাদের দাবি, রিয়া বা অন্য কারও বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা বা অভিনেতাকে ঠকিয়ে টাকা নেওয়ার কোনও প্রমাণ তারা পায়নি। তদন্তও করেছেন সিবিআইয়ের এই বিশেষ টিমের অফিসারেরা।