বিদ্যা সিনহা মিম
হ্যাপিনেস স্টোর, বঞ্চিত মানুষের জন্য সুপারশপের কনসেপ্ট শুনে সময় দিতে রাজী হলাম।
ঢাকা শহরে এক টাকায় মুরগী, নয় টাকায় তেল পাওয়া যায়, সেটা না দেখলে বিশ্বাস হতো না।
উদ্ভোধন করাটা উপলক্ষ ছিলো, তবে আমার ভালো লেগেছে অভাবী মানুষের জন্য শ্রম দিতে, সবার সাথে কথা বলতে।
কথা বললাম রাবেয়া খালার সাথে, তিনি শহরের পরিছন্নতা কর্মীর হিসেবা কাজ করেন। বাজার করতে এসেছিলো বাবা হারানো হানিফ।
এমন অনেকেই ব্যাগ ভর্তি বাজার করে যাচ্ছে বিদ্যানন্দের “হ্যাপিনেস স্টোর”-এ। ধন্যবাদ বিদ্যানন্দ – Bidyanondo এমন একটা সুন্দর উদ্যোগে আমাকে যুক্ত করার জন্য।