পরিচালক আলি আব্বাস জ়াফরের সঙ্গে ক্যাটরিনা কাইফের বন্ধুত্বের কথা সকলেরই জানা। আলি আব্বাসের সঙ্গে তিনটি ছবি করে ফেলেছেন ক্যাটরিনা। পরিচালকের আগামী সুপারহিরো প্রজেক্টে ক্যাটই থাকছেন। এই ছবিতে চিত্রনাট্য-পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করার কথা আলির।
ছবিতে ঝুঁকিপূর্ণ কিছু স্টান্ট করতে হবে ক্যাটরিনাকে। সেই মতো নায়িকা নাকি প্রস্তুতিও নিতে শুরু করেছেন। চিত্রনাট্য চূড়ান্ত হলেই শুটিংয়ের দিন নির্ধারিত হবে। আলি আর ক্যাটরিনা জুটির আগের ছবি ‘ভারত’ বক্স অফিসে সে ভাবে সফল হয়নি। এই সুপারহিরো প্রজেক্টেটি সফল হলে, এর ফ্র্যাঞ্চাইজ়িও হতে পারে।