The news is by your side.

সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

0 102

সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন। রোববার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারা বাজার ও ছাতকে এই ঘটনা ঘটে। বজ্রপাতে প্রাণহানীর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. এহসান শাহ।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে একজন। মুকিদ মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন কুকুর কান্দি গ্রামের হাছন আলীর ছেলে ও আহত মোকিদ মিয়া(২৫) একেই গ্রামের আব্দুল হকের ছেলে।

অন্যদিকে, জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের হোসাম মিয়ার ছেলে মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬০), চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের আব্দুস সামাদ (৪৫) বজ্রপাতে মারা গেছে।

জেলার দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩২) হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। বজ্রপাতের ঘটনায় তাহিরপুরে একজন ও দোয়ারাবাজারে আরো একজন আহত আছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বজ্রপাতে প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, এখন যেহেতু বজ্রপাতের সময় সেহেতু আমরা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের মাইকিং করে জানাচ্ছি যাতে আবহাওয়া খারাপ হলে নিরাপদ স্থানে অবস্থান নেয়।

Leave A Reply

Your email address will not be published.