হিনা খান এর সাথে ‘ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা হ্যায়’-এর অক্ষরার বর্তমানে কোনো মিল নেই। নিজেকে যথেষ্ট গ্রুম করেছেন হিনা। বদলে গিয়েছে তাঁর স্টাইল স্টেটমেন্ট। এমনকি হিনা রেকর্ড গড়েছেন তাঁর স্টাইলের মাধ্যমে। এবার ভাইরাল হল হিনার বিকিনি পরিহিত ছবি।
হিনা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিতে হিনার পরনে রয়েছে প্যাস্টেল ব্লু রঙের মনোকিনি। চুল খোলা রয়েছে। অত্যন্ত হালকা মেকআপ করেছেন হিনা। সুইমিং পুলের নীল জলের ধারে কখনও দাঁড়িয়ে, কখনও বা বসে ছবি তুলেছেন তিনি। হালকা রোদ এসে পড়েছে তাঁর মুখে। হিনার মনোকিনি ডিপ নেক হওয়ার কারণে স্তনের অনেকটা অংশ উন্মুক্ত রয়েছে। দূরে দেখা যাচ্ছে মালদ্বীপের সমুদ্র। তবে বর্তমানে হিনা মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন কিনা তা বোঝা যাচ্ছে না।
হিনার আত্মপ্রকাশ জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা হ্যায়’ থেকে। এই সিরিয়ালে হিনা অভিনীত চরিত্রের নাম ছিল অক্ষরা। রীতিমত আটপৌরে ধরনের চরিত্র অক্ষরা পৌঁছে গিয়েছিল দর্শকদের ঘরে ঘরে। প্রশংসিত হয়েছিল হিনার অভিনয়। এরপর কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ আগমন ঘটে হিনার। শো জিততে না পারলেও স্পটলাইট শুষে নিয়েছিলেন তিনি। চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন হিনা। তাঁর স্টাইলিশ পোশাক যথেষ্ট চর্চিত হয়েছিল।
খুব শীঘ্রই হিনাকে দেখা যেতে চলেছে আপকামিং ওয়েব সিরিজ ‘সেভেন ওয়ান’-এ। এই ওয়েব সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। কয়েক মাস আগে মিউজিক ভিডিও ‘রুনঝুন’-এ অভিনয় করেছেন হিনা।